আমাদের সবারই একটি করে নাম রয়েছে, এই নাম ধরে ডাকলে আমরা সারা দেই। ঠিক তেমনি ওয়েবসাইটের নাম হলো ডোমেইন, ব্রাউজারে যখন ডোমেইন নেম লিখে সার্চ করি তখন ওয়েবসাইট আমাদের ডাকে সারা দেয়, অর্থাৎ আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি।

সহজ ভাবে বললে: ওয়েবসাইট নাম বা এড্রেস হলো ডোমেইন।

ডোমেইন এর আরো একটি পরিচয় রয়েছে সেটি হল IP অ্যাড্রেস। ডোমেইন মূলত একটি IP অ্যাড্রেস। এখন আপনি হয়তো ভাবছেন একটু আগেই বললাম ডোমেইন হলো ওয়েবসাইট এর নাম আবার এখন বলছি IP অ্যাড্রেস, তো চলুন একটু আইপি এড্রেস সম্পর্কে জেনে নেয়া যাক।

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন