DNS (Domain Name System) এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নেমসার্ভার। নেম সার্ভার এর মাধ্যমে ডোমেইন কে হোস্টিং এর সাথে কানেক্ট করা হয়। এটি সার্ভার হিসাবে কাজ করে যেখানে নির্দিষ্ট পরিমানে কিছু ডাটা সংরক্ষণ করা হয়। আমরা জানি কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বোঝেনা অর্থাৎ IP অ্যাড্রেস ছাড়া কিছু বোঝেনা, আর প্রতিটি ডোমেইন এর একটি Unique IP address রয়েছে। এই জন্য ডোমেইন কে হোস্টিং এর সাথে নেম সার্ভার দ্বারা সংযুক্ত করা হয়। কোন ডোমেইন কোন IP Address এর সাথে সংযুক্ত রয়েছে তা সংরক্ষিত থাকে নেম সার্ভারে। অর্থাৎ নেম সার্ভারের মাধমে হোস্টিং থেকে ডাটা ওয়েবসাইট এ শো করানো হয়।

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন