SSL এর পূর্ণরূপ হল (Secure Socket Layer) এটি এক ধরেনের প্রযুক্তি যার মাধমে ওয়েবসাইটে আদান প্রদানকৃত সমস্ত তথ্য সিকিউর রাখা হয়। অর্থাৎ ভিজিটর যখন ওয়েবসাইটে তার কোন ডাটা প্রদান করে সেটি Encryption বা সুরক্ষিত একটি মাধমে ওয়েবসাইটের মালিকের কাছে বা ডাটাবেজ এ পাঠিয়ে দেয়, তৃতীয় কোন Preson বা Hacker সেই তথ্য গুলোর অ্যাক্সেস নিতে পারে না।
SSL এর কাজ শুধু এটুকুতেই সিমাবদ্ধ নয়, SSL এর মাধ্যমে ওয়েবসাইট এর মালিকানা ভেরিফাই করা হয়। যার ফলে হ্যাকাররা ওয়েবসাইট এর ক্লোন তৈরি করে ভিজিটর দের ধোঁকা দিতে পারেনা। SSL সার্টিফিকেট মূলত ভিজিটরদের নিশ্চিত করে যে তাদের ব্যবহারকৃত ওয়েবসাইট টি সিকিউর এবং ট্রাস্টেড।