মূলত ক্যাশ ইউজ করার প্রধান কারণ হচ্ছে ভিজিটরের সামনে দ্রুত ওয়েবসাইট লোড করানো। বিশেষ করে ই-কমার্সের মতো ওয়েবসাইট যদি দ্রুত সময়ে লোড না হয় তাহলে অনেক ভিজিটর বিরক্ত হয় এবং বাউন্স রেট বেড়ে যায়। যা প্রতিরোধ করার জন্য ক্যাশ সার্ভার তথা সিডিএন ইউজ করা অত্যন্ত জরুরি। আমাদের আজকের এই লেখায় ই-কমার্স ওয়েবসাইটের জন্য সেরা সিডিএন সার্ভিস সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এখানে মূলত রিজনেবল খরচে যে যে বেস্ট সার্ভিস ইউজ করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Table of Contents
o ই-কমার্সে সিডিএন কেন প্রয়োজন?
o ই-কমার্সের জন্য সবথেকে বেস্ট সিডিএন
o ক্লাউডফ্লেয়ার (Cloudflare)
o ক্লাউড ফ্রন্ট (CloudFront)
o কিসিডিএন (KeyCDN)
o গুগল ক্লাউড সিডিএন (Google Cloud CDN)
o আকামাই (Akamai)
o ফাস্টলি (Fastly)
o শেষ কথা ।
ই-কমার্সে সিডিএন কেন প্রয়োজন?
ই-কমার্স হচ্ছে অনলাইন শপ যেখানে মানুষ প্রয়োজনীয় কেনাকাটা করে থাকে। এই ধরনের সাইটে আর্থিক লেনদেন হয় জন্য অনেক সময় হ্যাকিং এর শিকার হয়ে থাকে। ই-কমার্স ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাটাক হয়ে থাকে যার মধ্যে ডিডস, ব্রুট-ফোর্স, ক্রস-সাইট-স্ক্রিপ্টিং ইত্যাদি অন্যতম। এই ধরনের হামলা রুখে দেওয়ার জন্য এবং ওয়েবসাইটের লোড স্পিড বৃদ্ধি করার জন্য সিডিএন ইউজ করার প্রয়োজন পরে।
সাধারণত কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক গুলো বিভিন্ন দেশের ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টগুলোতে সার্ভার প্লেস করে। এবং উক্ত সার্ভার গুলোতে ওয়েবসাইটের একটি ডাউনলোড ভার্সন রেখে দেয়। যখন কোন ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ব্রাউজারে ইউআরএল প্রবেশ করে তখন সিডিএন ইউজারের সবথেকে কাছের সার্ভার থেকে সাইট লোড করায়। যে কারণে ওয়েবসাইট ভিজিটের রিকোয়েস্ট ল্যাটেন্সি কমে আসে।
ই-কমার্সের জন্য সবথেকে বেস্ট সিডিএন
ই-কমার্স ওয়েবসাইটের জন্য সিডিএন
ই-কমার্স ওয়েবসাইটের জন্য সিডিএন অনেক গুরুত্বপূর্ণ। সাধারণত অনলাইন স্টোর গুলোতে ভিজিটরের চাপ অনেক বেশি থাকে। পাশাপাশি এখানে প্রোডাক্ট শোকেস করার জন্য অনেক ইমেজ ও ভিডিও দেওয়ার প্রয়োজন পরে। যে কারণে ওয়েবসাইটের সাইজ অনেক বেড়ে যায়। এর সাথে আরও অ্যাড হয় বিভিন্ন কাস্টম ফিচার যা সার্ভার রিকোয়েস্ট বৃদ্ধি করতে পারে। নিচে কীভাবে সিডিএন ইউজ করে সহজেই ই-কমার্স ওয়েবসাইটের সিকিউরিটি ও পারফর্মেন্স বৃদ্ধি করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ক্লাউডফ্লেয়ার (Cloudflare)
CDN অর্থ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যার কাজ কন্টেন্ট ভালোভাবে ডেলিভার হচ্ছে কিনা তা নিশ্চিত করা। বর্তমানে টেক ইন্ডাস্ট্রিতে সিডিএন সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ক্লাউডফ্লেয়ার সবথেকে বেশি পপুলার। বর্তমানে সারাবিশ্বের প্রায় ২০০ টির বেশি দেশে তাদের ক্যাশ সার্ভার রয়েছে।
সিকিউরিটির দিক দিয়ে ক্লাউডফ্লেয়ার অনেক শক্তিশালী। বিশ্বের সবথেকে বড় DDoS অ্যাটাক রুখে দেওয়ার কৃতিত্ব তাদের রয়েছে। সাধারণত ক্লাউডফ্লেয়ারকে অল ইন ওয়ান সিডিএন বলা হয়ে থাকে। কারণ এটি শুধু যে ওয়েবসাইট দ্রুত লোড করাতে কাজে লাগে এমন নয়। বরং ওয়েবসাইট পারফর্মেন্স বৃদ্ধি করার পাশাপাশি উন্নতমানের সিকিউরিটি প্রদান করে থাকে।
Argo Smart Routing নামে তাদের বিশেষ একটি রাউটিং টেকনোলজি আছে। গবেষণায় দেখা গেছে এই টেকনোলজি ইন্টারনেট ল্যাটেন্সি প্রায় ৩৮% কমিয়ে দিতে পারে। অন্যদিকে কানেকশন ইরর ২৭% পর্যন্ত কমিয়ে দেয়। যা একজন ই-কমার্স ওয়েবসাইট ভিজিটিরের বেশি আকৃষ্ট করে থাকে। সিকিউরিটির দিক দিয়ে ক্লাউডফ্লেয়ার WAF (Web Application Firewall), SSL/TLS এনক্রিপশন ইউজ করে। পাশাপাশি ডিডস অ্যাটাক আটকে দেওয়ার জন্য তারা শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা দিয়ে থাকে।
ক্লাউডফ্লেয়ার প্রিমিয়াম সার্ভিস হলেও তাদের ফ্রি সার্ভিস রয়েছে। এখানে সর্বোচ্চ ৫০ জন ইউজার অ্যাড করা যায়। তবে এন্টারপ্রাইজ পর্যায়ের সাপোর্ট পেতে চাইলে তাদের প্রিমিয়াম সার্ভিস নিতে হবে। আপনি মাসিক অথবা বার্ষিক দুই হিসেবেই তাদের সার্ভিস ইউজ করতে পারবেন। তবে ই-কমার্স ওয়েবসাইটের জন্য অবশ্যই প্রিমিয়াম সার্ভিস নেওয়া উচিত হবে। কারণ প্রিমিয়াম সার্ভিসে আপনি যেমন সিকিউরিটি ফিচার পাবেন তেমনি ওয়েবসাইট অপ্টিমাইজ করার জন্য প্রয়োজনীয় টুল পাবেন।
ক্লাউড ফ্রন্ট (CloudFront)
ক্লাউড ফ্রন্ট হচ্ছে অ্যামাজনের একটি সিডিএন সার্ভিস। আমরা সকলেই জানি অ্যামাজন AWS নামে ক্লাউড সার্ভিস দিয়ে থাকে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তাদের সার্ভার রয়েছে। আপনি যদি তাদের ক্লাউড সার্ভার ইউজ করে আপনার ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে বিল্ট ইন ভাবে তাদের ক্লাউড ফ্রন্ট সিডিএন ইউজ করতে পারবেন।
AWS এর যে কোন সার্ভিসের সাথে এই সিডিএন ইউজ করা যায়। ওয়েবসাইটের লোড টাইম কমানোর জন্য এর বিশেষ খ্যাতি রয়েছে। কারণ যখন একটি ই-কমার্স ওয়েবসাইটে অনেক দ্রুত পেজ লোড হয় তখন বাউন্স রেট অনেক কমে যায়। কাস্টমার সাইটে বেশি সময় অতিবাহিত করে যা সেল কনভার্ট হতে সহায়তা করে থাকে।
সিকিউরিটির জন্য ক্লাউড ফ্রন্ট AWS শিল্ড ইউজ করে। যা ডিডস অ্যাটাক থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। অন্যদিকে Web Application Firewall (WAF) যে কোন প্রকারের সাইবার অ্যাটাক থেকে সুরক্ষা দেয়। অন্য সকল সিডিএন এর মতো এখানেও SSL/TLS এনক্রিপশন পাওয়া যায়। যা ক্রেডিট কার্ড ইনফরমেশন ও পার্সোনাল ইনফরমেশনের সুরক্ষা নিশ্চিত করে থাকে।
এদের একটি ফ্রি টায়ার আছে যেখানে প্রতি মাসে ১ টেরাবাইট পর্যন্ত ডাটা ট্র্যান্সফার সুবিধা দেওয়া হয়। পাশাপাশি ১০ মিলিয়ন HTTP/HTTPS রিকোয়েস্ট হ্যান্ডেল করার সুবিধা দিয়ে থাকে। যা ওয়েবসাইটের পারফর্মেন্স এবং সিকিউরিটি বৃদ্ধি করতে এবং সাইট আপ অ্যান্ড রানিং রাখতে সহায়তা করে।
কিসিডিএন (KeyCDN)
সুইজারল্যান্ডে অবস্থিত কিসিডিএন একটি সিকিউরিটি সংস্থা হিসেবে তাদের যাত্রা শুরু করে। পরবর্তীতে ওয়েবসাইট সিকিউরিটি ফোকাস নিয়ে বিশ্বব্যাপি সিডিএন সার্ভিস দেওয়া শুরু করে। এই সিডিএন সাইটের সাথে কনফিগার করা অনেক সহজ যে কারণে সকলের ব্যবহারের উপযোগী। অন্যদিকে তারা ইমেজ হোস্ট করার জন্য আলাদা সার্ভিস দিয়ে থাকে।
যেখানে on-the-fly ইমেজ অপটিমাইজেশন সহ ইমেজ রিসাইজ করা হয়। এতে ইমেজ লোড টাইম যেমন কমে আসে তেমনি সাইটের স্পিড বৃদ্ধি পায়। সিকিউরিটির দিক দিয়ে তারা DDoS প্রোটেকশন দেওয়ার পাশাপাশি SSL/TLS এনক্রিপশন প্রদান করে থাকে। তাছাড়া বাড়তি সুরক্ষার জন্য কিসিডিএন 2FA ফিচার দিয়ে থাকে। ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে যে কোন ধরনের সিএমএস এর সাথে এটি কম্প্যাটিবল। অন্যদিকে কিসিডিএন ই-কমার্স ওয়েবসাইটের পারফর্মেন্স ও স্পিড বৃদ্ধি করতে সব প্লাটফর্মে সমানভাবে কাজ করে থাকে।
গুগল ক্লাউড সিডিএন (Google Cloud CDN)
গুগল ক্লাউড সিডিএন
আমরা সবাই ক্লাউড হোস্টিং সম্পর্কে জানি। লোড ব্যালেন্সিং এর পাশাপাশি দ্রুত ওয়েবসাইট লোড করানোর জন্য এই সার্ভারের আগে থেকেই সুনাম রয়েছে। যাইহোক গুগলের ক্লাউড সিডিএন সার্ভিস কন্টেন্টের পাশাপাশি মিডিয়া কন্টেন্টের জন্য সিডিএন সার্ভিস দিয়ে থাকে। শুরু করার জন্য তারা ৩০০ ডলার ক্রেডিট ফ্রি দিয়ে থাকে।
গুগলের ক্লাউড সিডিএন গুগলের অন্যান্য সার্ভিস যেমন কম্পিউট ইঞ্জিন, কুবারনেট ইঞ্জিন ও ক্লাউড স্টোরেজ এই সার্ভিসগুলোর সাথে ইউজ করতে পারবেন। পাশাপাশি সিকিউরিটির জন্য ক্লাউড আর্মর ইউজ করা হয় এবং এটি DDoS অ্যাটাক রুখে দিতে পারে। ফাইন গ্রেইন ক্যাশ বিভিন্ন কন্টেন্ট টাইপ হিসেবে ক্যাশ সেটিং করে থাকে।
গুগল ক্লাউড সিডিএন অ্যাডভানস HTTP রাউটিং সুবিধা দেয় যা ট্র্যাফিক ম্যাপ সেট করতে সাহায্য করে। এতে ল্যাটেন্সি অনেক কমে যায়। ই-কমার্স ওয়েবসাইট পরিচালনা করার জন্য ক্লাউড সার্ভিস সব থেকে বেশি উপযুক্ত। তেমনি ক্লাউড নির্ভর সিডিএন সার্ভিস যেমন গুগলের ক্লাউড সিডিএন কার্যকরী পারফর্মেন্স ও সিকিউরিটি সমাধান।
আকামাই (Akamai)
বিশ্বে আকামাই এর মোট 275,000 টি সার্ভার আছে। বর্তমানে বিশ্বের ১৩৫ টি দেশে তাদের ক্যাশ সার্ভার রয়েছে। গতানুগতিক সিডিএন সার্ভিসগুলোর মতো এটি উন্নতমানের রাউটিং নিশ্চিত করে থাকে। এতে ই-কমার্সের মতো ডায়নামিক ওয়েবসাইটগুলোর ডাটা রিয়েল টাইমে আপডেট হতে থাকে।
যে কারণে ওয়েবসাইট ভিজিটর কোন ধরনের সমস্যা ছাড়া নিয়মিত আপডেটেড প্রোডাক্ট ও প্রাইস দেখতে পায়। তাছাড়া তাদের উন্নতমানের সিকিউরিটি সিস্টেম সাইবার অ্যাটাক যেমন DDoS অ্যাটাক প্রতিরোধ করার পাশাপাশি একটি সিকিউর কন্টেন্ট ডেলিভারি সিস্টেম প্রোভাইড করে।
আকামাই সিডিএন সার্ভিস বড় বড় ই-কমার্স ওয়েবসাইটের জন্য বেশি উপযুক্ত। তাদের সার্ভিস প্রাইস কি পরিমাণে ডাটা ট্র্যান্সফার হবে তার উপরে নির্ভর করে থাকে। বিশেষত এই সিডিএন এর প্রাইস নির্ভর করে জিওগ্রাফিক্যাল লোকেশন ও অন্যান্য ফ্যাক্টরের উপরে। তবে তারা প্রতি জিবি ডাটা ট্র্যান্সফার করার জন্য ৪০ সেন্ট করে নিয়ে থাকে।
ফাস্টলি (Fastly)
ফাস্টলি একটি ম্যানেজড সিডিএন সার্ভিস। তারা সার্ভার থেকে সার্ভার এবং সার্ভার থেকে ক্লায়েন্টের সাথে সংযোগ ঘটানোর জন্য POP (Points of Presence) টেকনোলজি ইউজ করে থাকে। ফাস্টলি তাদের সকল কার্যক্রম তাদের এজ ক্লাউড প্লাটফর্ম দ্বারা পরিচালনা করে থাকে। তাদের সিডিএন সার্ভিসের নাম mCDN যা রিয়েল টাইম ক্যাশিং সার্ভিস প্রদান করে থাকে।
তাদের ভার্নিশ নির্ভর টেকনোলজি খুব দ্রুত সময়ের মধ্যে কন্টেন্ট ক্যাশ করে এবং তা ক্লাইন্ট সাইডে প্রদর্শন করে থাকে। এই কারণে ই-কমার্সের মতো ডায়নামিক ওয়েবসাইটের জন্য mCDN অনেক কার্যকরী ও উপযুক্ত। তাদের বট ম্যানেজমেন্ট সুবিধা সাইটে আসা অপ্রয়োজনীয় সার্ভার রিকোয়েস্ট সহজেই প্রতিরোধ করতে পারে। পাশাপাশি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ব্রুট ফরস অ্যাটাক সহ DDoS অ্যাটাক প্রতিরোধ করতে কার্যকরী।
তাদের ফ্রি টায়ারে তারা অন্যান্য সার্ভিস দেওয়ার পাশাপাশি সিডিএন সার্ভিস দিয়ে থাকে। অন্যদিকে আপনি ৫০ ডলার প্রতি মাসে খরচ করে অন্যান্য ক্লাউড সার্ভিস নেওয়ার পাশাপাশি সিডিএন ইউজ করতে পারবেন। তাছাড়া তাদের কাস্টম প্যাকেজিং সিস্টেমে আপনি CDN সহ তাদের সকল ক্লাউড সার্ভিস নিতে পারবেন।
শেষ কথা
সিডিএন অর্থ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি করার জন্য বিশেষভাবে তৈরি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক বিশ্বের সকল সার্ভারকে নির্দিষ্ট এলাকায় ভিত্তিক বিভক্ত করে তাদের মধ্যে ল্যাটেন্সি কমানোর কাজ করে। এতে ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয়। আজকের লেখায় ই-কমার্স ওয়েবসাইটের জন্য সেরা সিডিএন সার্ভিস সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এবং কোন সার্ভিস কি ধরনের অনলাইন স্টোরের জন্য উপযুক্ত সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।